সবার সহযোগিতা ছাড়া দুর্নীতি দমন করতে পারবে না দুদক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/06/photo-1449391228.jpg)
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একার পক্ষে সমাজের সব দুর্নীতি দমন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান। এ জন্য দুর্নীতি প্রতিরোধে সমাজের সুধীজনসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তিনি। তাহলেই দুর্নীতি দমন সম্ভব হবে বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।
আজ রোববার সকালে ময়মনসিংহের একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন মো. বদিউজ্জামান। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, দুদক এবং জিআইজেড-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
নিজের বক্তব্যে দুদক চেয়ারম্যান আরো বলেন, জনগণের সমস্যা সম্পর্কে জানতে এবং তা তুলে ধরতে গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। যাঁরা বিভিন্ন অফিস-আদালতে যথাযথ সেবা দেন না, তাঁদের অবশ্যই জনগণের সামনে জবাবদিহি করতে হবে। এ রকম বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) ড. শামসুল আরেফিন এবং নাগরিক আন্দোলনের সভাপতি আনিছুর রহমান খান। কর্মশালায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ, শিক্ষা অধিদপ্তর, পুলিশ, ইউনিয়ন পরিষদ, শিক্ষক, আইনজীবী, ছাত্র, গণমাধ্যম, নারী সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা ও জেআইজেডের শতাধিক প্রতিনিধি অংশ নেন।
কর্মশালা থেকে দুর্নীতি প্রতিরোধকে গতিশীল করতে সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমন্বয় করা এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন সুপারিশ তৈরি করা হয়।