কুড়িগ্রাম পাক হানাদারমুক্ত দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ৬ ডিসেম্বর কুড়িগ্রাম পাক হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র মুক্তিসংগ্রামের মাধ্যমে দখলদার পাকসেনাদের হটিয়ে কুড়িগ্রামকে হানাদারমুক্ত করেন।
র্যালি শেষে আয়োজকরা স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পমাল্য দেন। পরে সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা কমান্ডার আবদুল বাতেন, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, নারী নেত্রী রওশন আরা চৌধুরী, শুব্রতা রায় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল, স্বাধীনতাবিরোধী চক্র ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।