ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধে র্যালি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/07/photo-1449489227.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ এবং সচেতনতার লক্ষে সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম আজ সোমবার র্যালি বের করে। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ এবং সচেতনতার লক্ষে পুলিশ প্রশাসনের সঙ্গে সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা খানম নিশাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. মহসিন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম।
এ সময় সদর উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশ এখন নারীদের জন্য উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এর আগে একটি র্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।