মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কা, রাবি শিক্ষক নিহত

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবু ইউনুছ খান মোহাম্মদ জাহাঙ্গীর নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কের নাটোর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অধ্যাপক ড. আবু ইউনুছ খান মোহাম্মদ জাহাঙ্গীরের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তাঁর মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে কাজলা এলাকায় নিয়ে আসা হয়েছে। এ সময় পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
আত্মীয়স্বজনরা জানান, নিহত শিক্ষকের জানাজা বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে বিশ্ববিদ্যালয় কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের সদস্যরা জানান, আবু ইউনুছ খান মোহাম্মদ জাহাঙ্গীর ছোট ছেলে ওয়াকিল খানকে নিয়ে সকালে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথে নাটোরের রেলক্রসিং এলাকায় মালবাহী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ছেলে ওয়াকিলও সামান্য আহত হন।
গুরুতর আহত অবস্থায় আবু ইউনুছ খান মোহাম্মদ জাহাঙ্গীরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবু ইউনুছ খান মোহাম্মদ জাহাঙ্গীর স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বড় ছেলে ওয়ারেস খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে শেষ বর্ষের ছাত্র এবং ছোট ছেলে ওয়াকিল খান একই বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।