মেহেরপুরে আগুনে পুড়ল বসতবাড়ি

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে আগুনে একটি বসতবাড়ি পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এর সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে আমঝুপি উত্তরপাড়ার আজিজ মাস্টারের বসতঘরে হঠাৎ করে আগুন ধরতে দেখেন পরিবারের লোকজন। তাঁরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নেভান। অবশ্য এর আগেই ঘরের ভেতর থাকা দলিল, প্রয়োজনীয় কাগজপত্র, ফ্রিজ, টিভি, ফ্যান, বাল্বসহ নতুন-পুরাতন মালামাল এবং আসবাবপত্র পুড়ে যায়। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক আজিজ মাস্টার।
মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের গুদাম পরিদর্শক সেলিম রেজা জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত আগুন নেভানো না গেলে গোটা বাড়িতে আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।