ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে সন্দেহভাজন ডাকাত নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/16/photo-1450234453.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের টহল গাড়িতে হামলার পর গুলিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছেন পুলিশ সদস্যরা। তবে নিহত ব্যক্তি আবদুর রশীদের (৩০) পরিবার ও এলাকাবাসীর দাবি, তিনি ডাকাত নন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জেলার সরাইল উপজেলার ধুরন্তি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ডাকাতদের হামলায় তাঁদের পাঁচ সহকর্মী সদস্য আহত হয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, রাতে কালিকচ্ছ ইউনিয়নের ধুরন্তি এলাকার সরাইল-নাসিরনগর সড়কে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এমন সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে তাতে হানা দেয় একদল ডাকাত। এ সময় ডাকাতদের হামলায় সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম, মেহেদী ও রবিউল আহত হন। পরে আত্মরক্ষার জন্য পুলিশ গুলি ছুড়লে নিহত হন ডাকাত আবদুর রশীদ।
তবে আবদুর রশীদের পরিবার ও এলাকাবাসীর দাবি, তিনি ডাকাত নন। গত রাতে মাছ ধরতে বেরিয়েছিলেন তিনি। এরপর তাঁর নিহত হওয়ার খবর পান তাঁরা।
ডাকাতের হামলায় আহত পুলিশ সদস্যদের সরাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি। নিহত আবদুর রশীদের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কি না জানতে চাইলে আলী আরশাদ এনটিভি অনলাইনকে বলেন, তাঁর নামে দুটি সংযুক্তি মামলা রয়েছে। মামলা দুটি কখন হয়েছে তা অবশ্য তিনি জানাতে পারেননি।
এদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের গুলিতে পাঁচ ডাকাত আহত হয়েছে। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহত ডাকাত ও পুলিশ সদস্যদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।