রাজশাহীতে চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

রাজশাহীর পবা উপজেলার নওহাটার টিকটিকিপাড়ায় একটি চালকলের বয়লার বিস্ফোরণে মুকুল হোসেন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় চালকলের মালিক রবিউল ইসলামের ছেলে আবু বক্কর (৩০) আহত হয়েছেন। তাঁর শরীর ঝলসে গেছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মুকুল পবা উপজলার দর্শনপাড়া ইউনিয়নের বাকশইল গ্রামের নইমুদ্দিন হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ধান সিদ্ধ করার আগে বয়লার পরিষ্কার করার কাজ চলছিল। সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বয়লার বিস্ফোরিত হয়। এতে মুকুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। ঝলসে যান চালকলের মালিকের ছেলে আবু বক্কর। দ্রুত উদ্ধার করে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।