৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক শিমুলিয়া-কাওরাকান্দি রুটে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে প্রায় সাত ঘণ্টা পর মাঝ নদীতে নোঙর করা ফেরিগুলো যার যার গন্তব্যস্থলে ফিরে গেছে।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য ) গিয়াসউদ্দিন পাটুয়ারী জানান, ঘন কুয়াশার কারণে মার্কিং বয়া বাতি দেখা না যাওয়ায় মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ পদ্মায় ১০টি ফেরি নোঙর করে। তবে কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা জানান, নোঙর করা ফেরিগুলোতে প্রায় দুই শতাধিক দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস ও ছোট যানবাহন নিয়ে আটকে ছিল। এ ছাড়া এসব ফেরিতে তিন শতাধিক যাত্রীও ছিল।