চট্টগ্রামে কাটিরহাট মহিলা কলেজের তিন দশক উদযাপন

প্রতিষ্ঠার তিন দশক পার করেছে চট্টগ্রামের উত্তর হাটহাজারীর একমাত্র মহিলা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ।
এ উপলক্ষে আজ রোববার কলেজ ক্যাম্পাসে সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীরপ্রতীক হারুন অর রশিদের নামে একটি গ্রন্থাগার চালু করা হয়। গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন আহমেদ, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম নোমান আলম, নির্বাহী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ড. মাহবুবুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আলী, সাবেক ছাত্রনেতা শাহনেওয়াজ চৌধুরী ও কলেজ অধ্যক্ষ আমজাদ হোসেন বক্তব্য দেন।
বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অন্যতম মডেল উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ভারত, চীন ও ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশ খুব দ্রুত উন্নত দেশের কাতারে যোগ দেবে বলে আশা তাঁর।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। পরে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা।