রেকর্ড বৃষ্টিপাতে নোয়াখালীতে জনদুর্ভোগ

নোয়াখালীতে একটানা তিন ঘণ্টার ভারি বর্ষণে জেলা শহর মাইজদীতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। অপ্রত্যাশিত এই বৃষ্টিতে বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে আকস্মিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। জেলা আবহাওয়া অফিস এই তিন ঘণ্টায় ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা চলতি বছরের সর্বোচ্চ।
গতকাল মঙ্গলবার (২০ মে) বিকেল থেকেই নোয়াখালীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সন্ধ্যায় শুরু হয় ভারী বর্ষণ। তিন ঘণ্টার একটানা বৃষ্টিতে শহরের হকার্স মার্কেট, টাউন হল মোড়ের বিভিন্ন দোকানপাট, জিলা স্কুলের বিপরীত পাশের উত্তরা শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন দোকানে বৃষ্টি পানি প্রবেশ করে। এতে ব্যবসায়ীদের মূল্যবান মালামাল নষ্ট হয়ে গেছে। অনেক ব্যবসায়ী দোকান থেকে পানি সেচ দিয়েও পরিস্থিতি সামলাতে পারেননি। আকস্মিক বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, নোয়াখালী পৌরসভার ড্রেনগুলোর মুখ ও বিভিন্ন খালের মুখে ময়লা-আবর্জনা জমে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণেই এমন ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নোয়াখালীতে ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; যা বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।