ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওছমান, সম্পাদক শুকদেব

ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০১৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে এনটিভি ও দৈনিক জনকণ্ঠের জেলা ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে ভোরের কাগজ ফেনী প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর আলো সম্পাদক শুকদেব নাথ তপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পরিষদের অন্য নেতারা হলেন—সহসভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী (পাক্ষিক মসিমেলা), যুগ্ম সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক (সাপ্তাহিক আলোকিত ফেনী), কোষাধ্যক্ষ এম এ জাফর (দৈনিক ফেনীর সময়/নতুন বার্তা), সাহিত্য সম্পাদক জাফর সেলিম (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক জহিরুল হক মিলু (একাত্তর টিভি), প্রচার সম্পাদক ওমর ফারুক (দৈনিক ইনকিলাব) ও ক্রীড়া সম্পাদক মাঈন উদ্দিন (দৈনিক স্টার লাইন)।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন মোহাম্মদ শাহাদাত হোসেন (নয়া দিগন্ত ও দৈনিক ফেনীর সময়), যতন মজুমদার (যুগান্তর ও যমুনা টিভি), আবুল কাসেম চৌধুরী (বাসস ও বেতার), শাহজালাল রতন (সমকাল), হাবিবুর রহমান খান (এটিএন বাংলা, এটিএন নিউজ ও ইত্তেফাক), জহিরুল হক মিলন (আলোকিত বাংলাদেশ ও চ্যানেল নাইন)।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নূর হোসেন মজুমদার। কমিশনের অপর দুই সদস্য হলেন ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আলী হায়দার ও সদর উপজেলার সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন ভূঞা।
নবনির্বাচিত কমিটি আগামী ১ জানুয়ারি থেকে দায়িত্বভার গ্রহণ করবে।