সরাইলে তুচ্ছ ঘটনায় দুই পক্ষে সংঘর্ষ, আহত অর্ধশত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/03/photo-1451821685.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছে। আজ রোববার উপজেলার সৈয়দটুলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, রিকশাভ্যানে ধান ওঠানোকে কেন্দ্র করে চালক ও যাত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে সরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য বাতেন ও একই ইউপির সাবেক সদস্য নুরুল হকের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩৮টি রাবার বুলেট ও কয়েকটি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ এনটিভি অনলাইনকে জানান, এ মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।