রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আড়ানী রেলওয়ে স্টেশন থেকে ২০০ গজ পূর্বদিকে ঝিনায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
আড়ানী রেলওয়ে স্টেশনের ওয়েম্যান আবু হায়দার জানান, অজ্ঞাত এ বৃদ্ধের দেহের গড়ন উচ্চতায় পাঁচ ফুট। চেহারা ফরসা, গালে সাদা দাড়ি। পরনে সাদা পাঞ্জাবি, পাঞ্জাবির ভেতরে কালো সোয়েটার, ওপরে নীল হাফ সোয়েটার, শালের চাদর, সাদা লুঙ্গি, হাতে তজবিহ এবং মাথায় দুটি টুপি ছিল।
স্টেশন কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী হতে গোয়ালন্দগামী মধুমতি ট্রেনের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধ উচ্চবিত্ত পরিবারের বলে মনে হয়।