চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হন দুজন। পরে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেলে চার বাসযাত্রী আহত হন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় যশোর থেকে চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
নিহত রাকিবুল ইসলামের বাড়ি দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামে। আহতরা হলেন- মোটরসাইকেলের আরোহী জয়নগরের আসিফ হোসেন ও সজিব হাসান, বাসযাত্রী ঝিনাইদহের মহেশপুর উপজেলার অনন্তপুরের টুটুল, দামুড়হুদার হৈবতপুরের আব্দুল মতিন, সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের আবু তাহের ও বাসচালকের সহকারী আব্দুল বারেক।
আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আসিফ জানান, একটি মোটরসাইকেলে তিনবন্ধু জীবননগর যাচ্ছিলেন। রাকিবুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। আকন্দবাড়িয়া বটতলায় বিপরীত দিক থেকে আসা কেজিএন পরিবহনের বাসটি প্রথমে মোটরসাইকেলে ও পরে গাছে ধাক্কা দেয়।
ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পর রাকিবুলকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক সউদ কবীর মালিক।