সৈনিক লীগ নেতার অফিস থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

যশোর শহরে একটি অফিসকক্ষ থেকে ককটেল তৈরির এ সরঞ্জামগুলো উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
যশোর শহরের গাড়িখানা সড়কের ক্যালটাক্স পেট্রলপাম্প এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির কিছু সরঞ্জাম, লাঠিসোটা ও রড উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
যে ঘর থেকে সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে, সেটি সৈনিক লীগের যশোর শহর শাখার সাধারণ সম্পাদক কাকন নিজের অফিস হিসেবে ব্যবহার করেন বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী।
ওসি আরো জানান, গতকাল রাত ৯টার দিকে এই অফিস থেকেই কাকনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ২৪-এর একটি গাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তাদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন চ্যানেলটির স্থানীয় ক্যামেরাপারসন রিপন হোসেন ও গাড়িচালক আলাউদ্দিন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ পুলিশ কাকনের অফিসে অভিযান চালায়।