এবার সড়কে প্রাণ গেল সাবেক এমপির স্বামীর

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে টাঙ্গাইলে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে রানা শরীফ।
ওই ঘটনার একদিন না পেরোতেই আজ রোববার দুপুরে রাজশাহীতে বাসের ধাক্কায় নিহত হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) জাহান পান্নার স্বামী এমদাদুল হক সরদার। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে রিকশাযোগে নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসায় ফিরছিলেন এমদাদুল হক সরদার। এ সময় ভদ্রা মোড়ে দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, এলাকাবাসী বাসটি আটক করে পুলিশে দিয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।