রাজশাহীতে অপহৃত ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

অপহরণের একদিন পর আজ সোমবার দুপুরে রাজশাহী নগরীর মতিহার থানাধীন সমসাদিপুর থেকে শাহ মখদুম পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের ছাত্র আনিছুর রহমানকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন নগরীর শাহ মখদুম থানাধীন বড়বনগ্রাম চশপাড়া এলাকার মোছা. লিমা (১৮), তাঁর ভাই সোহাগ (২০), মা লতিফা বেগম (৪৫), মতিহারের সমসাদিপুর এলাকার লিটন আলী ও মো. বাদশা।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার আবদুল হান্নানের ছেলে রাজশাহী নগরীর শাহমখদুম পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের ছাত্র মো. আনিছুর রহমান গতকাল রোববার দুপুর সোয়া ১টার দিকে নগরীর আমচত্বর থেকে অপহৃত হন। ওই দিন বিকেল পৌনে ৫টার দিকে আবদুল হান্নানের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে আনিছুরের অপহরণের বিষয়টি জানিয়ে এক লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ফোনে জানানো হয়, মুক্তিপণের টাকা না দিলে আনিছকে মেরে ফেলা হবে। আনিছের পরিবারে লোকজন বিষয়টি রোববারই র্যাব ৫-এর অধিনায়ককে জানান। অভিযোগ পেয়ে র্যাব অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এর পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টার দিকে র্যাব নগরীর বড়বনগ্রাম চকপাড়া থেকে সোহাগ ও তাঁর মাকে আটক করে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে বেলা পৌনে ২টার দিকে মতিহার থানাধীন সমসাদিপুর এলাকা থেকে লিমা, বাদশা ও লিটনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁদের জিম্মা থেকে অপহৃত আনিছুর রহমানকে র্যাব উদ্ধার করে।