ইজতেমা ময়দানে দুই মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
টঙ্গী হাসপাতাল ও ইজতেমা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এরমধ্যে একজনের নাম হচ্ছে আবদুর রহমান (৬০)। শুক্রবার জুম্মার নামাজের পর তাঁর জানাজা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মাঝবাড়ি এলাকায়।
অপরদিকে বিকেলে আবুল কাশেম (৬৫) নামের অপর এক মুসল্লির মৃত্যু হয়। বাদ মাগরিব মরহুমের জানাজা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার কাছারীপাড়া এলাকায়।
চারদিন বিরতি দিয়ে শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী ১৭ জানুয়ারি (রোববার) দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০১৬ সালের বিশ্ব ইজতেমা শেষ হবে।
এর আগে গত ৮ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে।
এবারই প্রথমবারের মতো দেশের মোট ৩২টি জেলা নিয়ে ইজতেমার দুই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছরের বিশ্ব ইজতেমা বাকি ৩২ জেলা নিয়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে অংশ নিয়েছে ঢাকার একাংশসহ ১৭টি জেলার তাবলিগ জামাতের অনুসারীরা।