কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পিটুনিতে বাংলাদেশি নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/18/photo-1453101854.jpg)
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে আবদুল গনি নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় আলাউদ্দিন নামের আরেক বাংলাদেশিকে আহত করে বিএসএফ।
আজ সোমবার ভোররাতে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফের হাতে গনি ও আলাউদ্দিন ধরা পড়লে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবির পরিচালক জাকির হোসেন জানান, দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় ৯৮৮ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে গরু আনতে যান। এ সময় ভারতে কোচবিহার সীমান্তের টহলরত বিএসএফ তাঁদের ধাওয়া করে ধরে নিয়ে যায়। পরে বিএসএফ তাঁদের পিটুনি দেয়। এ সময় আবদুল গনি (৫০) মারা গেলে তাঁর লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে ফেলে রাখে বিএসএফ। অপর গরু ব্যবসায়ী আলাউদ্দিন আহত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন।
বিএসএফের পিটুনিতে নিহত আবদুল গনির লাশ ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান বিজিবির পরিচালক।
এ দুজনের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা গ্রামে বলে জানা গেছে।