রাবি ছাত্রলীগের বহিষ্কৃত নেতার কক্ষে তল্লাশি, বোতল উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি এম মিজানুর রহমান রানাসহ তাঁর অনুসারীদের কক্ষে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তল্লাশির সময় ওই কক্ষগুলো থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের খালি বোতল ও লাপ টেপ জড়ানো বোমাসদৃশ সার্কিট উদ্ধার করা হয়েছে।
বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা ও তাঁর অনুসারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২২১, ২২২, ২২৪, ২৩২ ও ২৩৩ নম্বর কক্ষগুলোতে থাকতেন।
আজ সোমবার বেলা ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসানের নেতৃত্বে ওই কক্ষগুলোতে তল্লাশি করা হয়।
সরেজমিনে দেখা যায়, ওই কক্ষগুলো থেকে মিজানুর রহমান রানাসহ তাঁর অনুসারীদের ফেলে যাওয়া লেপ, তোশক, কাপড়, মশারি প্রভৃতি প্রক্টরের নির্দেশে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এ সময় ওই কক্ষগুলোতে মাদকের খালি বোতল পড়ে থাকতে দেখা যায়।
তল্লাশি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২২১, ২২২, ২২৪, ২৩২ ও ২৩২ নম্বর রুমগুলোতে মিজানুর রহমান রানা ও তাঁর অনুসারীরা থাকতেন। গত রাতে তাঁরা হল ত্যাগ করেন এবং যাওয়ার সময় কিছু জিনিসপত্র বাইরে ফেলে রেখে যান।
প্রক্টর বলেন, কক্ষগুলোতে গিয়ে একজন শিক্ষার্থীদের কোনো পরিবেশ লক্ষ করা যায়নি। তাঁদের কক্ষগুলো থেকে বিভিন্ন ধরনের মাদকের খালি বোতল পাওয়া গেছে। ছাত্রনেতাদের কক্ষ থেকে মাদকের বোতল পাওয়া দুঃখজনক ও অপ্রত্যাশিত বলে জানান তিনি। তিনি আরো জানান, ২২২ নম্বর কক্ষ থেকে লাপ টেপ জড়ানো বোমাসদৃশ একটি সার্কিট পাওয়া গেছে। তবে কক্ষগুলো থেকে কোনো অবৈধ অস্ত্র পাওয়া যায়নি।
তবে হলের ওই কক্ষগুলোতে নতুন করে কোনো শিক্ষার্থীকে ওঠানো হবে কি না জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আশরাফ উজ্ জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এর আগে শনিবার রাতে মিজানুর রহমান রানাকে সংগঠন থেকে বহিষ্কারের পর পরই এদিন রাত ৩টায় গোপনে তিনিসহ তাঁর সহযোগীদের নিয়ে হল ছেড়ে চলে যান। এরপর হলের ২২১, ২২২, ২২৪, ২৩২ ও ২৩৩ নম্বর কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রশাসন গিয়ে তালা ঝুলিয়ে দেয়।
শনিবার বেলা ৩টার দিকে পূর্বশত্রুতার জের ধরে মিজানুর রহমান রানার অনুসারীরা ছাত্রলীগকর্মী অনিক মাহমুদ বনিকে রড দিয়ে পিটিয়ে আহত করেন। এদিনই রানাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।