কুড়িগ্রামে মাদকসহ আটক ৫
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/19/photo-1453219776.jpg)
কুড়িগ্রাম শহরে অভিযান চালিয়ে হেরোইন ব্যবসায়ী ও সেবীসহ পাঁচজনকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হেরোইন ও ইয়াবাসহ নেশাগ্রহণ করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর রাতে শহরের হিংগনরায় এলাকার নিজ বাড়ি থেকে হেরোইন ব্যবসায়ী পাগলা দুলালসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়। আর বাকি দুজনকে খলিলগঞ্জ ও ডাকবাংলা এলাকা হতে তিনটি ইয়াবাসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শহরের মিস্ত্রিপাড়ার পাগলা দুলাল (৩৩), খলিফা মোড় এলাকার শফিকুল ইসলাম (৪৫), সিঅ্যান্ডবি এলাকার আবু মুসা (৩২), ডাকবাংলাপাড়ার আব্দুল্লাহ আল মামুন (২৪) ও কাঁঠালবাড়ি ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের বাসিন্দা হোসেন রাজু মিয়া (২৩)।
অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদ্রকদ্রব্য আইনে তিনটি মামলা দেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।