‘ছাত্রলীগের মধ্যে শিবির-ছাত্রদল চিহ্নিত করতে টিম’

ছাত্রলীগের মধ্যে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের চিহ্নিত করতে একটি মনিটরিং টিম গঠন করার কথা জানিয়েছেন সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন ছাত্রলীগ রাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু।
গত ১৬ জানুয়ারি শৃঙ্খলাভঙ্গের দায়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানাকে বহিষ্কার করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। তার পরই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় রাঞ্জুকে।
সভাপতিকে বহিষ্কারের ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাকিল সেদিন জানিয়েছিলেন, ‘মিজানুর রহমান রানা প্রকৃত ছাত্রলীগকর্মীদের কোণঠাসা করে রেখে শিবিরকর্মীদের ছাত্রলীগে জায়গা করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে অস্থির করে রাখার পেছনেও রানার হাত রয়েছে।’
আজকের মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘ছাত্রলীগের মধ্যে অসঙ্গতি দূর করতে একটা মনিটরিং টিম গঠন করা হবে। সেই টিমের কাজ হবে ছাত্রলীগের মধ্যে নামধারী যেসব শিবির-ছাত্রদল নেতাকর্মী রয়েছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকর্মী যারা নিয়মিত ছাত্রলীগের নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, এখন থেকে তাদের আর তা করতে দেওয়া হবে না।’
এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের ডাইনিং, ক্যান্টিনসহ সব ধরনের বকেয়া পরিশোধ করতে আগামী ৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত আলটিমেটাম দেন ভারপ্রাপ্ত সভাপতি। এ সময়ের মধ্যে বকেয়া পরিষদ না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘যেসব নেতাকর্মী বাকি রেখে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন তাঁদের টাকা পরিশোধ করতে অনুরোধ করা হবে। তবে তাঁরা যদি টাকা পরিশোধ না করেন তাহলে তাঁদের বকেয়া টাকা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পরিশোধ করবেন।’
‘অন্যদিকে ছাত্রলীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে এবং তার সত্যতা মিললে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে সাংগঠনিক যেকোনো বিষয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ সংগঠন শুধুমাত্র সভাপতি-সাধারণ সম্পাদকের নয়’, যোগ করেন রাশেদুল ইসলাম রাঞ্জু।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব, সহসভাপতি ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, শরিফুল ইসলাম সাদ্দাম, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল গালিব, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক ফারুক হাসান, গণযোগাযোগ সম্পাদক যোবায়ের হোসেন শাওন, ছাত্রলীগ নেতা মিনারুল ইসলাম, ছাত্রলীগ সদস্য সাকিবুল হাসান বাকি, মতিহার হল ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম প্রমুখ।