ঝালকাঠিতে স্নাতকপড়ুয়া গৃহবধূর লাশ উদ্ধার

ঝালকাঠি সদর উপজেলার বিকনা গ্রাম থেকে আজ বৃহস্পতিবার দুপুরে স্মৃতি আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝালকাঠি সরকারি কলেজে স্নাতক শ্রেণিতে পড়তেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, তাঁর স্বামী মো. হাসান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তিনি কুমিল্লা বিজিবি ক্যাম্পে কর্মরত। স্মৃতি চার মাস ধরে বিকনা এলাকার লাল মিয়ার বাড়িতে ভাড়ায় থাকেন। গতকাল বুধবার রাতে খাবার খেয়ে স্মৃতি নিজের কক্ষের দরজা বন্ধ করেন। বৃহস্পতিবার সকালে তার কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেন।
দুপুরে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় স্মৃতিকে গলায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্মৃতি আক্তার (১৯) সদর উপজেলার পোনাবালিয়া লালমোন গ্রামের খলিল মাঝির মেয়ে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, স্মৃতির মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যার করতে পারেন বলে প্রাথমিকভাবে ওসির ধারণা। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।