ঝালকাঠিতে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ

ঝালকাঠির নলছিটি পৌর এলাকাকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) আওতা থেকে পল্লী বিদ্যুতের অধীনে দেওয়ার খবরে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা।
আজ শুক্রবার স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। সকাল থেকেই দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ কর্মসূচিতে যোগ দিতে স্থানীয় শহীদ মিনার চত্বরে জড়ো হন। শহরের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কর্মসূচিতে যোগ দেন।
নলছিটি পৌরসভা এলাকায় ওজোপাডিকোর অধীনে বিদ্যুৎ সরবরাহ চালু রয়েছে। সম্প্রতি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পৌর এলাকাকে তাদের অধীনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চালাচ্ছে বলে খবর প্রচারিত হয়। এর পরই শহরের ব্যবসায়ী ও বিদ্যুৎ গ্রাহকরা আন্দোলনের ডাক দেন এবং সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনের ধারাবাহিকতায় আজ নলছিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাহফুজ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক আনিচুর রহমান খান হেলাল, দপদপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মৃধা, ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মিজানুর রহমান মোল্লা, আবদুল কুদ্দুস মোল্লা ও ইউসুফ আলী তালুকদার।
সমাবেশে বক্তারা বলেন, নলছিটি পৌরসভা এলাকাকে ওজোপাডিকো থেকে পল্লী বিদ্যুতের অধীনে দেওয়ার ষড়যন্ত্র চলছে। পল্লী বিদ্যুতের অধীনে নেওয়া হলে নলছিটি পৌরসভার বিদ্যুৎ সরবরাহ কমে যাবে। এতে লোডশেডিং বাড়বে। ভোগান্তির আশঙ্কায় নলছিটিতে ওজোপাডিকোর অধীনে বিদ্যুৎ সরবরাহ বহাল রাখার দাবি জানান বক্তারা।
অন্যথায় লাগাতার আন্দোলনের হুমকি দেন ব্যবসায়ী ও বিদ্যুৎ গ্রাহকরা।