চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি মো. মানিককে (২১) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার সড়ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মানিকের বাড়ি শিবগঞ্জ উপজেলার কলাবাড়ী এলাকায়।
চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক হামিদুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কানসাট বাজার সড়কে অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।