সোনার দোকান লুটের চেষ্টা, আটক ১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/27/photo-1453898477.jpg)
ব্রাহ্মণবাড়িয়া শহরের লাখি বাজারে আজ বুধবার দুপুরে অস্ত্র দেখিয়ে একটি সোনার দোকান লুটের চেষ্টা করেছে ১৫ যুবক।
এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে একটি বিদেশি পিস্তল।
শহরের লাখি বাজারের মনু মোহন স্টোরের স্বত্বাধিকারী অসিত বণিক জানান, দুপুর ২টার দিকে ১৫ জন যুবক পাঁচটি মোটরসাইকেলে করে তাঁর দোকানের সামনে অবস্থান নেয়। তারা দোকানে ঢুকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং সিন্দুক ভাঙতে একাধিকবার চেষ্টা করে। এ সময় চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা তাদের ধাওয়া দিয়ে একজনকে একটি পিস্তলসহ আটক করে। উত্তেজিত ব্যবসায়ীরা লুটেরাদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক নাইমকে থানায় নিয়ে যায়। তার বাড়ি শহরের কাজীপাড়ায়।
ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে শহরের বিক্ষোভ করেন। তাঁরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ছিনতাই। তবে ঘটনটি তদন্ত করা হচ্ছে।