গান বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত দুই
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/31/photo-1454224548.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কালিকাপুর গ্রামের লাল মিয়া (৬০) ও সালাম মিয়ার (৫৫) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এর জের ধরে সকালে লাল মিয়ার লোকজন সালাম মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় সালাম মিয়া গুরুতর আহত হন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এর পর সালাম মিয়ার লোকজন লাল মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে লাল মিয়া গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ নিয়ে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষের অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশুকুমার দেব জানান, গত ২৮ জানুয়ারি রাতে কালিকাপুর গ্রামের আনু মিয়ার ছেলের বিয়েতে উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় লালু মিয়ার লোকজনের সঙ্গে প্রতিবেশী সালাম মিয়ার লোকজনের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় জের ধরে আজ সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।