প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন তানোর পৌর মেয়র

প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন রাজশাহীর তানোর পৌরসভার মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ে আজ রোববার সকাল ১০টা ৫ মিনিটে তানোর পৌরসভার মেয়র হিসেবে তাঁকে শপথ পড়ানো হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে মিজানকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন। শপথবাক্য পাঠ শেষে মেয়র মিজানকে আবারও জেলহাজতে পাঠানো হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানকে প্যারোলে মুক্তি দিয়ে শপথ পড়ানোর আদালতের নির্দেশনা গতকাল শনিবার সন্ধ্যায় কারাগারে পৌঁছায়। আজ রোববার সকালে তাঁকে প্যারোলে মুক্তি দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তানোর পৌরসভার মেয়র হিসেবে শপথগ্রহণ শেষে ১০টা ২৫ মিনিটে তাঁকে ফের কারাগারে নিয়ে আসা হয়।
মেয়র হিসেবে শপথ নিতে আসার সময় গত ২০ জানুয়ারি দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানকে গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানার পুলিশ। গত ৭ জানুয়ারি জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতের মাধ্যমে মেয়র মিজানকে জেলহাজতে পাঠানো হয়।