‘গোপন বৈঠকে’র সময় ৯ নারীসহ ১২ জামায়াতকর্মী আটক

রাজশাহীর দুর্গাপুরে ‘গোপন বৈঠকে’র সময় জামায়াতের নয়জন নারীকর্মীসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক নেতাকর্মীদের মধ্যে আছেন উপজেলা জামায়াতের সাবেক আমির নূরুজ্জামান, জামায়াতের রুকন আবু হানিফ, ফজলুল হক। আর অন্যরা জামায়াতের নারীকর্মী। আটকের পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক আবু জাফর জানান, শুক্রবার দুপুরে উপজেলা জামায়াতের সাবেক আমির নূরুজ্জামান তাঁর সিংগ্রা গ্রামের বাসায় বসে কর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের আটক করে। বৈঠকস্থল থেকে বেশকিছু ইসলামী বইপুস্তকও জব্দ করা হয়। পরে তাঁদের থানায় নিয়ে আসা হয়।
রাজশাহী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আসলাম উদ্দিন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসলাম উদ্দিন আরো জানান, আটককৃতদের নামে থানায় আগে কোনো মামলা নেই। তবে সন্দেহনজকভাবে গোপন বৈঠক করার কারণে তাঁদের আটক করা হয়। পরে তদন্ত করে তাঁদের নামে নিয়মিত মামলা দায়ের করা করা হবে।