পদ্মার তীরে মিলল হাত-পা বাঁধা লাশ

রাজশাহীতে নদীর তীর থেকে হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামে পদ্মা নদীর তীর থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম আকবর আলী (৪০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরিবার ও আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণের দাবি, আকবর আলী ফেনসিডিলের ব্যবসা করতেন। দুই মাস আগে ভারত থেকে আনার পথে ফেনসিডিল ছিনতাই হওয়াকে কেন্দ্র করে তাঁর ভাইয়ের ছেলেকে অভিযুক্ত করে হ্যাপি নামের আরেক ফেনসিডিল ব্যবসায়ী আকবরকে তুলে নিয়ে গিয়ে মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ওসি জানান, এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা আকবর আলীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করেছেন আকবর আলীর স্ত্রী।
নিবারণ চন্দ্র বর্মণ আরো জানান, আকবর আলীর মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। এ ছাড়া তার গলাটি শক্ত করে দড়ি দিয়ে বাঁধা ছিল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে চলে গেছে।
বর্তমানে বিষয়টি তদন্তের জন্য আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা করা হবে বলেও জানান ওসি।
এদিকে, ঘটনার খবর পেয়ে রাজশাহীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আসলাম উদ্দিন ও জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করতে থানা পুলিশকে নির্দেশ দেন।