দুর্নীতির অভিযোগে আ. লীগ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিকেলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিশির দাসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতারা সংবাদ সম্মেলন করে শিশিরকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। আজ রোববার সকাল ১০টায় কাঁঠালিয়ার মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান জমাদ্দার।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চেয়ারম্যান শিশির দাস এলাকায় উন্নয়ন প্রকল্পের কাজ না করেই অর্থ আত্মসাৎ করেছেন। তিনি সিডিএমপি প্রকল্পের আওতায় বিষখালী নদীর তীরে বেড়িবাঁধ ও তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের মাঠ ভরাটের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় এক লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। খাল খনন, টিআর, কাবিখা ও এডিবির কাজ না করেই একই স্থানে একাধিক প্রকল্প দেখিয়ে তিনি অর্থ আত্মসাৎ করেন। এমনকি তিনি এলাকার বিভিন্ন ভাতা কার্ডের জন্য অসহায় মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময় সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে আওয়ামী লীগের দুর্নাম সৃষ্টি করেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে চেয়ারম্যান শিশির দাসের বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয় ইদ্রিসুল আলম, শহিদুল ইসলাম হৃদয়, মজিবুর রহমান, আবদুল লতিফ হাওলাদার, মো. আলমগীর হোসেন, মাসুদ আকন ও মো. মাসুম খান। সংবাদ সম্মেলনে এলাকার শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে পাটিকেলঘাটা ইউপির চেয়ারম্যান শিশির দাস জানান, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।