উপজেলা কমপ্লেক্সের ভেতরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে এক নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে পুলিশ কিশোরগঞ্জ উপজেলা পরিষদের কমপ্লেক্সের ভেতরের হলরুম থেকে লাশটি উদ্ধার করে।
নিহত খবর আলী (৩৫) উপজেলার পানিয়ালপুকুর মৌলভীরহাট গ্রামের বাচ্চা মিয়ার ছেলে। তিনি সবজি ব্যবসা করতেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, উপজেলা শহরের তছলিম হোটেলের পেছনে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন খবর আলী। গত রোববার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় খবর আলী তাঁর বাসাসংলগ্ন মোখলেছার হাজির চাতালে কয়েকজন বন্ধুর সঙ্গে জুয়া খেলছিলেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালায়। তখন খবর আলী ও কয়েকজন পালিয়ে যান।
পুলিশ সেখান থেকে আদর (৩২) নামের একজনকে আটক করে এবং ১৮ ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয়।
এদিকে, অভিযানের পর থেকেই খবর আলী নিখোঁজ ছিলেন। স্ত্রী ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। অবশেষে আজ সকালে তাঁর লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।