ধরলায় মিলল নিখোঁজ স্কুলছাত্রীর লাশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/10/photo-1455093767.jpg)
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী থেকে সুচিত্রা রায় (১৬) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার হলোখানা ইউনিয়নের পিঁপড়াঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সুচিত্রা উপজেলার পাটেশ্বরী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের পরেশ চন্দ্র রায়ের মেয়ে এবং মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করার পর তা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, ৪ ফেব্রুয়ারি থেকে সুচিত্রা নিখোঁজ ছিল। আজ এলাকাবাসী ধরলা নদীতে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে এর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।