বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শ্লীলতাহানি : এসআইকে গ্রেপ্তারের নির্দেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/16/photo-1455618157.jpg)
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রাজধানীর আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমারকে গ্রেপ্তারে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়ায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগের এক ছাত্রী এসআই রতন কুমারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। আদালত ওই দিন ঘটনাটি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য একজন মহানগর নির্বাহী হাকিমকে নির্দেশ দেন।
গত ১০ ফেব্রুয়ারি এ বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আদালতে অভিযোগ করেন, গত ৩১ জানুয়ারি মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির সামনে এসআই রতন কুমার ও দুই পুলিশ কনস্টেবল তাঁর রিকশার গতিরোধ করেন। পরে তাঁকে পাশের একটি বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির দোকানে নিয়ে যান। সেখানে তাঁকে শ্লীলতাহানি করা হয়।