নাশকতার মামলায় রাবির কর্মচারী গ্রেপ্তার

নাশকতার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে বিভাগ থেকে মতিহার থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া কর্মচারীর নাম শামছুদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সেকশন অফিসার। শামছুদ্দিনের বাড়ি নগরীর মতিহার থানাধীন শ্যামপুর গ্রামে।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘শামছুদ্দিন আমাদের বিভাগে দীর্ঘদিন ধরে সেকশন অফিসারের দায়িত্ব পালন করছেন। আজ বিভাগে একটি কর্মশালা চলার সময় মতিহার থানার পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, ‘জামায়াত-শিবিরের ঘটানো নাশকতার মামলায় শামছুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাঁকে মতিহার থানায় রাখা হয়েছে। আগামীকাল বুধবার তাঁকে কোর্টে চালান করা হবে।’