কুড়িগ্রামে এসএসএফ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/18/photo-1455802807.jpg)
কুড়িগ্রামে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ )পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম শহরের ডিকে আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তিনজন হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলা তোহা হোসাইন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলমগীর হোসেন ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হারুন অর রশিদ।
পুলিশ জানায়, প্রতারক চক্রটি তোহা হোসাইনকে এসএসএফের সেকেন্ড লেফটেনেন্ট সাজিয়ে স্থানীয় দুজন এজেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নামে একজনের কাছে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে অপর একজনের কাছে টাকা নেওয়ার সময় তাঁর সন্দেহ হলে তিনি পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে প্রতারণার মামলা দিয়ে আদালতে পাঠায়।
এ ব্যাপারে কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল মাসুদুর রহমান জানান, নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের হারবাল চিকিৎসক নূর রহমানের মাধ্যমে ওই এলাকার আবু বকরের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তাঁরা।