ওই দুই কিশোর এখন রামেক হাসপাতালে

রাজশাহীর পবায় নির্যাতনের শিকার দুই কিশোর জাহিদ হাসান ও ইমনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাদের হাসপাতালে আনা হয়। পরে তাদের হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান রিজাউল হক চৌধুরী বলেন, ‘কিশোর দুটির ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
হাসপাতালে উপস্থিত জাহিদের মা শিউলী বেগম ও ইমনের নানি হালিমা জানান, বৃহস্পতিবার সকাল থেকে জাহিদ ও ইমনের পেট ও মাথা ব্যথা করছে। তারা তিন থেকে চারবার বমিও করেছে। তাদের শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। তাই চিকিৎসকের পরামর্শে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাখাওয়াত হোসেন রানা বলেন, ‘দুই কিশোর এখন শঙ্কামুক্ত। তবে নির্যাতনের কারণে তাদের শরীরে ব্যথা আছে। ওয়ার্ডে রেখে কয়েক দিন তাদের চিকিৎসা চালানো হবে।’
গত ১২ ফেব্রুয়ারি পবার চৌবাড়িয়া গ্রামে মোবাইল ফোন চুরির অভিযোগে অষ্টম শ্রেণির ছাত্র জাহিদ ও ইমনকে ধরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করে কয়েকজন যুবক। এ ঘটনায় সেনাসদস্য নাসিরসহ ১৩ জনের বিরুদ্ধে পবা থানায় মামলা হয়েছে। তাদের মধ্যে আট আসামি আদালত থেকে জামিন পেয়েছেন।