সুন্দরবনে বরেণ্য ৪০ চিত্রশিল্পীকে নিয়ে আর্ট ক্যাম্প শুরু

সুন্দরবনে দেশ বরেণ্য ৪০ জন চিত্রশিল্পীকে নিয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী আর্ট ক্যাম্প। ‘জীবনের জন্য শিল্প’ স্লোগানে ল্যাবএইড ফাউন্ডেশন ব্যতিক্রম এ ক্যাম্পের আয়োজন করেছে।
সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় বৃহস্পতিবার বিকেলে শিল্পীদের বহনকারী লঞ্চে শিল্পীদের হাতে রং-তুলির ব্যাগ তুলে দিয়ে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় শুরু করেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী।
আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, আবুল মনসুর, রেজাউল করিম, আব্দুল মান্নান, আবুল বারাক আলভী, বীরেন সোম, নিসার হোসেন, ফরিদা জামান, নায়লা নাজলিন মনসুর, বিপুল শাহ প্রমুখ।
আয়োজকরা জানান, আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের আঁকা ছবিগুলো নিয়ে ঢাকার কোনো খ্যাতনামা গ্যালারিতে প্রদর্শনী করা হবে। এরপর চিত্রকর্মগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ গরিব, দুঃস্থ রোগীদের চিকিৎসার কাজে ব্যয় করা হবে। সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে আর্ট ক্যাম্প আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
ল্যাবএইডের সহকারী মহাব্যবস্থাপক (করপোরেট কমিউনিকেশন) এবং আর্ট ক্যাম্পের সমন্বয়কারী সাইফুর রহমান লেনিন জানান, হাসপাতালের শূন্য দেয়ালগুলো দৃষ্টি নন্দন করে তোলার জন্য প্রথমতো এই উদ্যোগ গ্রহণ করা হয়। শিল্পীদের দৃষ্টি নন্দন চিত্র দেখে প্রতিদিনের দর্শনার্থী ও রোগীরা যেন হৃদয়ে এক ধরনের শান্তি ও স্বস্তিবোধ করেন। এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানেরই একটি ভিন্নরূপ থেরাপি বা সেবা।