সিলেট সীমান্তে আরও ২১ জনকে পুশইন করল বিএসএফ

সিলেটের সীমান্ত এলাকায় চোরাচালানের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের ঘটনাও অব্যাহত রয়েছে। আজ শনিবার (২৪ মে) সিলেট সীমান্ত দিয়ে আবারও ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
প্রাথমিকভাবে জানা গেছে, ১২ জন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশুকে পুশইন করা হয় আজ। পরে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, শনিবার সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
বিকেলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, আটকদের পরিচয় নিশ্চিত হতে বিজিবি কাজ করছে। বিজিবি তাদের হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে আরও ১৬ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশইন করেছিল।