মুক্তিযোদ্ধা সংসদের জমি দখল করা নিয়ে সংঘর্ষ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/26/photo-1456490597.jpg)
ঝিনাইদহের মহেশপুরে মুক্তিযোদ্ধা সংসদের জমি দখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান জানান, মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বেশ কিছু দিন আগে একটি জমি কেনে। আজ সকালে ৫০-৬০ জন বীর মুক্তিযোদ্ধা ওই জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে যান। এ সময় উপজেলা শহরের চৌগাছা বাসস্ট্যান্ডে অবৈধ দখলদারদের ভাড়া করা নারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে আটজন বীর মুক্তিযোদ্ধা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, সংঘর্ষের সময় শতাধিক নারী মুক্তিযোদ্ধাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে তাঁদের আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মালেক গাজী অভিযোগ করেন, এলাকার চিহ্নিত রাজাকার হামিদুল হকের পরিবারের লোকজন দীর্ঘ দিন ধরে মুক্তিযোদ্ধাদের জমি দখল করে ছিল। জমি দখলের সময় অবৈধ দখলবাজরা মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে।
অপর দিকে মহেশপুরের জমিদারপাড়ার বাসিন্দা হামিদুল হকের ছেলে আব্দুর রহমান ও ভাতিজা রোকনুজ্জামান বলেছেন, ওই জমি নিয়ে এলাকার জনৈক মুন্সি ফেরদৌসের সঙ্গে তাঁদের দীর্ঘ দিন ধরে মামলা চলে আসছে। তারা অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এ হামলা চালানো হয়েছে। হামলায় আহত পাঁচ নারীকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিরোধপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।