ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ২
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতের ৫০০ গজ ভেতরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিতে নিহত ব্যক্তির নাম আলম হোসেন (২৫)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের আবদুস সামাদের ছেলে।
গুলিতে আহত হয়েছেন ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের রমজান ও সালাউদ্দিন। তাঁদের অজ্ঞাত স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ঝিনাইদহ ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাতে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন পাঁচ থেকে ছয়জন গরু ব্যবসায়ী। ওই সময় ভারতের ভেতর বর্ণবাড়িয়া ক্যাম্পের কাছে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলম হোসেন গুলিবিদ্ধ হন। পরে সঙ্গীরা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাংলাদেশের সীমান্তে নিয়ে আসেন। এরপর চুয়াডাঙ্গা নিয়ে যাওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় তাঁর।
বিজিবির ধারণা, আলম হোসেনের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।