নারী দিবস সামনে রেখে বাগেরহাটে মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ রোববার বাগেরহাটে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি : এনটিভি
‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ স্লোগান সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার সকালে শহরের শালতলা মোড়ে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, জেলা তথ্য কর্মকর্তা কামাল হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারসহ অন্যরা।
বক্তারা তাঁদের বক্তব্যে নারীদের প্রতি সব ক্ষেত্রে বৈষম্য দূর করার আহ্বান জানান।