চারঘাটে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

রাজশাহীর চারঘাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাওথা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন উপজেলা সদরের মিয়াপুর গ্রামের কাইক সরুর ছেলে সাহেব আলী (৩০) এবং একই এলাকার মজিবর রহমানের ছেলে ময়দুল ইসলাম (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণ বলেন, রাওথা গ্রামের আফজাল হোসেনের সঙ্গে তাঁর মামা কাকড়ামারি গ্রামের বাসিন্দা মাহবুর রহমানের মাদক ব্যবসার টাকা-পয়সা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে।
সম্প্রতি তাঁরা একে অপরকে খুনেরও হুমকি দেন। বিষয়টি নিয়ে দুই মাদক ব্যবসায়ীর সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর সূত্র ধরে আজ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আফজাল হোসেন তাঁর সমর্থকদের নিয়ে মাহবুর রহমানের বাড়িতে যান। এ সময় মাহবুর বাড়িতে ছিলেন না। এর কিছুক্ষণ পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর একপর্যায়ে ময়দুল ও সাহেব আলী গুলিবিদ্ধ হন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।
ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অবৈধ আগ্নেয়াস্ত্রের মালিক ও মাদক ব্যবসায়ীদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।