পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা ও দুই ছেলে নিহত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : ফোকাস বাংলা
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মা শাহেদা আকতার (৩২) ও তাঁর দুই ছেলে সায়মন ও সাইদুল (৭)। এদের মধ্যে সায়মনের বয়স জানা যায়নি।
আজ রোববার সকাল ৬টার দিকে থানার বটকল এলাকায় এ দুর্ঘটনা হয়।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিল পুরো পরিবার। ইমামপুর গ্রামে যাওয়ার জন্য বাস থেকে সড়কে নেমে অটোরিকশা ভাড়া নেন তাঁরা। পথে বটকল এলাকায় এ দুর্ঘটনা হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, দুর্ঘটনায় শাহেদার স্বামী দিদারুল আলম আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে। সরু পথ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তাঁর ধারণা।