ট্রাকের ওপর থেকে পড়ে চাকায় পিষ্ট হলেন শ্রমিক

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কলাবোঝায় ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে আরশেদ আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার মেহেরপুর-মহাজনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরশেদ আলী উপজেলার মহজনপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মুজিবগররের কোমরপুর গ্রাম থেকে কলাবোঝাই ট্রাকটি মেহেরপুরে যাচ্ছিল। পথে কোমরপুর-নুরপুরের মাঝামাঝি স্থানে আবুল হায়াত মডেল স্কুলের কাছে এলে ট্রাকের ওপর থেকে শ্রমিক আরশেদ নিচে পড়ে যান।
এ সময় আরশেদের মাথার ওপর দিয়ে ট্রাকের পেছনের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও নুরপুর মোড়ে জনতা ট্রাকটি আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।