প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী রিমান্ডে

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদ সোহেল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ শিক্ষার্থীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ বুধবার বিকেলে মহানগর হাকিম ফরিদ আলম এ রিমান্ডের আদেশ দেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ জানান, পুলিশ ঘটনার পর গ্রেপ্তার হওয়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান নিশান, তামিমুল আলম, আশরাফুল আলম, জিয়াউল হাসান ও গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ডের আদেশ দেন।
নিহত শিক্ষার্থী নাসিম আহমেদ সোহেলের বাবা আবু তাহের বাদী হয়ে বুধবার ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এ মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা বাণিজ্য ক্যাম্পাসে দুই পক্ষের শিক্ষার্থীদের বিরোধে নাসিম আহমেদ সোহেল নামের এমবিএ শেষ বর্ষের ওই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার জের ধরে নগরীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ক্যাম্পাস, ভবন, গাড়ি ও দোকানপাট ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।