মেহেরপুরে অটিজম সচেতনতা দিবস পালিত
‘স্নায়ু বিকাশের ভিন্নতার একীভূত সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল ৯টার দিকে একটি র্যালি বের করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসানের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা চেম্বার আব কমার্সের সহসভাপতি হাজি আশকার আলী, মেহেরপুর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক রফিকুল আলম এবং এনজিও ফোরামের সভাপতি মোশারফ হোসেন। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।