লাশ হাসপাতালের বারান্দায় রেখে স্বামী পলাতক

মাদারীপুরে এক নারীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে শহরের কুলপদ্দি এলাকায় রিমা আক্তার (১৯) নামের এক নারীকে তাঁর স্বামী বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন ওই নারীর স্বজনরা।
এদিকে ঘটনার পর লাশ মাদারীপুর সদর হাসপাতালের বারান্দার ট্রলির ওপর রেখে পালিয়ে যান রিমা আক্তারের স্বামী সোহান হোসেন বাবু। এর পর থেকেই তিনি পলাতক।
নিহতের বোন আকলিমা বেগম জানান, মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মণদি এলাকার মান্নান হাওলাদারের মেয়ে রিমার সঙ্গে বছর খানেক আগে সোহানের বিয়ে হয়। সেই সময় থেকেই রিমার পরিবারকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন সোহান। কিছুদিন পর রিমার পরিবারের পক্ষ থেকে এক লাখ টাকা যৌতুকও দেওয়া হয়। তবে সপ্তাহখানেক আগে আবারও এক লাখ টাকা যৌতুক দাবি করে সোহান।
আকলিমা বেগমের দাবি, এবার যৌতুক দিতে না পারার কারণেই গত রাতে বালিশচাপা দিয়ে রিমাকে হত্যা করেন সোহান। পরে পালিয়ে যান।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, রিমা আক্তার নিহতের পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাব। তবে এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।