পানিনিষ্কাশন ব্যবস্থা অকেজো, জলাবদ্ধতায় রাবি

গতকাল শনিবার সারা রাত ভারি বৃষ্টিপাতের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পানিনিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, রাতে ভারি বর্ষণের পর বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ড, দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের রাস্তা, পরিবহন মার্কেটের সামনে, টুকিটাকি চত্বর, লোকপ্রশাসন চত্বরসহ বিভিন্ন হলের সামনে রাস্তায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিনিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি সরছে না।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা বলেন, ‘জলাবদ্ধতার কারণে ক্লাসে যেতে সমস্যা হচ্ছে। এই জলবদ্ধতা এর আগে ছিল না। ক্যাম্পাসে পানিনিষ্কাশন ব্যবস্থায় সমস্যার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার সহকারী রেজিস্ট্রার মো. ইলিয়াস হোসেন বলেন, ‘বৃষ্টির পরিমাণ খুব বেশি হওয়ায় পানি কোথায় দিয়ে বের করা যাচ্ছে না। এ ছাড়া ড্রেনগুলোতে বিভিন্ন ধরনের ময়লা জমে থাকায় পানি খুব ধীরে ধীরে বের হচ্ছে। তবে স্টুয়ার্ড শাখা তাদের কাজ চালিয়ে যাচ্ছে।‘
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘হয়তো পানিনিষ্কাশন নালায় কিছু আটকে গেছে। তাই পানি বের হতে পারছে না। যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের চেষ্টা করা হবে।’