ধান কাটায় বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/06/photo-1459950968.jpg)
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বিন্দুরচর গ্রামে বোরো ধান কাটতে বাধা দেওয়ায় নুরুজ্জামান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বিন্দুর চর গ্রামে বাড়ির পার্শ্ববর্তী বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান বিন্দুরচর গ্রামের প্রয়াত বাবর আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দুপুরে বিরোধপূর্ণ জমিতে লাগানো বোরো ধান কাটতে যান একই এলাকার কুদ্দুস আলী ও তাঁর লোকজন। এ সময় নুরুজ্জামান একাই বাধা দিতে যান। কথাকাটাকাটির একপর্যায়ে কুদ্দুস ও তাঁর লোকজন নুরুজ্জামানকে ঘিরে পিটিয়ে হত্যা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আবু সাঈদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।